Monday, April 28 2025

স্মার্টফোন বাজারে লাভের শীর্ষে অ্যাপল


বছরের তৃতীয় প্রান্তিকে স্মার্টফোন ব্যবসায় লাভের রেকর্ড গড়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এই প্রান্তিকে বিশ্ব জুড়ে স্মার্টফোনের লাভের ৯১ শতাংশ দখল করেছে এই প্রতিষ্ঠান।



মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, স্ট্রাটেজি অ্যানালিটিক্স-এর তথ্যমতে আইফোনের বিক্রি কমা সত্ত্বেও তৃতীয় প্রান্তিকে ৮১৯ কোটি মার্কিন ডলার লাভ করেছে অ্যাপল। যেখানে এই প্রান্তিকে বিশ্বজুড়ে স্মার্টফোনের মোট লাভের পরিমাণ ছিল ৯০০ কোটি।

এ ছাড়া অ্যাপলের দেওয়া বছরের চতুর্থ প্রান্তিকের ফলাফল অনুযায়ী প্রতিষ্ঠানের আয় বলা হয়েছে ১১৭৬ কোটি মার্কিন ডলার। অথচ আগের তিন প্রান্তিক ধরে আইফোনের বিক্রি কমার কথা জানিয়েছে এই প্রতিষ্ঠান।

“দাম বাড়ানো ও উৎপাদন খরচ কমানোয় অ্যাপলের ক্ষমতা অত্যন্ত চিত্তাকর্ষক এবং আইফোন বড় অংকের লাভ ধরে রেখেছে,” বলেন স্ট্রাটেজি অ্যানালিটিক্স-এর পরিচালক লিনডা সুই।

অ্যাপলের এই পরিমাণ লাভের বড় কারণ হল অন্যান্য স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো এই প্রান্তিকে তেমন লাভ করতে পারেনি।

লাভের হিসাবে অ্যাপলের পড়ে রয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। মোট লাভের ২.৪ শতাংশ বা ২০ কোটি মার্কিন ডলার আয় করেছে প্রতিষ্ঠানটি। এই প্রান্তিকে হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ ৬৩ শতাংশ বেড়েছে বলেও জানানো হয়।

লাভের বিবেচনায় তৃতীয় আর চতুর্থ স্থানে রয়েছে চীনা প্রতিষ্ঠান ভিভো এবং ওপ্পো। আর এই প্রান্তিকে স্ট্রাটেজি অ্যানালিটিক্স-এর হিসাবেই নেই অ্যাপলের প্রধান প্রতিদ্বন্দ্বী স্যামসাং।

No comments:

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.