আইফোনে ‘ক্যালেন্ডার স্প্যাম’
সম্প্রতি অ্যাপলের আইফোন ব্যবহারকারীরা তাদের ফোনের ক্যালেন্ডারে ইভেন্টের অবাঞ্চিত আমন্ত্রণ প্রদর্শনের ঘটনা বেড়ে চলেছে বলে অভিযোগ করছেন।
এগুলোর মধ্যে রয়েছে ডিজাইনার লেবেলের ডিসকাউন্ট অফার। কিন্তু এসব অফার ব্র্যান্ডের প্রতিনিধিদের থেকে আসেনি, বরং স্প্যামার থেকে এসেছে বলে দাবী প্রাপকদের।
শুধু তাই নয়, আমন্ত্রণ গ্রহণ বা প্রত্যাখ্যাত হওয়ার পর তা পৌঁছানোর বিষয় নিশ্চিত করে স্প্যামারদেরকে বার্তা দিয়ে জানানো হয়, যাতে তারা আরও ব্যবহারকারীদেরকে অনুসরণ করতে পারেন।
কখনও কখনও ফটো শেয়ারিংয়ে সতর্কতা হিসেবেও এসব পাঠানো হয়। সাধারণ স্প্যাম ইমেইলের মতো এসব আমন্ত্রণ ই-মেইলের বিশাল তালিকায় পাঠানো হয়, যা পরে ক্যালেন্ডারের বিজ্ঞপ্তি হিসাবে প্রদর্শিত হয় বলে অভিযোগ আইফোন ব্যবহারকারীদের।
এই ত্রুটি সামান্য সময়ের জন্য দেখা যায়, কিন্তু সম্প্রতি ব্ল্যাক ফ্রাইডের সময় তা অপব্যবহার হিসেবেই আবির্ভূত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
"এটা অনেকটা আই-ক্লাউডের মত সমস্যা করে," বলেন সারে ইউনিভার্সিটি’র সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক অ্যালান উডওয়ার্ড।
"কারণ ক্যালেন্ডার এবং ফটো শেয়ারিংয়ের একটি কপি আপনি না চাইলেও তারা ক্লাউডে রেখে দেয়, যা তারা আবার পাঠায়।”
"আপনি আই-ক্লাউড বন্ধ করে দিতে পারেন। কিন্তু এটি তা প্রতিরোধের চেষ্টা করে। তাই আপনি এর বদলে কাছাকাছি অন্যকিছু ব্যবহার করতে পারেন।”
"তাদের প্রয়োজন সত্যিকারের একটি 'উপেক্ষা' বাটন।"
No comments: