নতুন আইপ্যাড আসছে


যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল চলতি মাসেই একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ওই অনুষ্ঠানে আইপ্যাড প্রো লাইন আপসহ বড় মাপের আইফোন এসইর সংস্করণ ও অ্যাপল ওয়াচ ব্যান্ডের ঘোষণা দেবে।
তিনটি নতুন মডেলের আইপ্যাড নিয়ে গুঞ্জন রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে সাড়ে ১০ ইঞ্চি মাপের, একটি ৯ দশমিক ৭ ইঞ্চি মাপের ও আরেকটি ১২ দশমিক ৯ ইঞ্চি মাপের।
সাড়ে ১০ ইঞ্চি মাপের আইপ্যাড প্রোতে হোম বাটন থাকবে না। এতে আরো উন্নত ডিসপ্লে ও কোয়াড মাইক্রোফোন থাকতে পারে।
১২ দশমিক ৯ ইঞ্চি মাপের আইপ্যাড প্রোর পেছনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা ও টরুটোন ডিসপ্লে থাকবে। ৯ দশমিক ৭ ইঞ্চি মাপের আইপ্যাডে হালনাগাদ বেশ কিছু ফিচার থাকবে। চলতি বছরে অ্যাপল ৫ দশমিক ৮ ইঞ্চি মাপের আইফোন ৮ আনতে পারে বলে গুঞ্জন রটেছে। ওই ফোনকে বলা হচ্ছে আইফোন এক্স।

No comments:

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.