নতুন আইপ্যাড আসছে
তিনটি নতুন মডেলের আইপ্যাড নিয়ে গুঞ্জন রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে সাড়ে ১০ ইঞ্চি মাপের, একটি ৯ দশমিক ৭ ইঞ্চি মাপের ও আরেকটি ১২ দশমিক ৯ ইঞ্চি মাপের।
সাড়ে ১০ ইঞ্চি মাপের আইপ্যাড প্রোতে হোম বাটন থাকবে না। এতে আরো উন্নত ডিসপ্লে ও কোয়াড মাইক্রোফোন থাকতে পারে।
সাড়ে ১০ ইঞ্চি মাপের আইপ্যাড প্রোতে হোম বাটন থাকবে না। এতে আরো উন্নত ডিসপ্লে ও কোয়াড মাইক্রোফোন থাকতে পারে।
১২ দশমিক ৯ ইঞ্চি মাপের আইপ্যাড প্রোর পেছনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা ও টরুটোন ডিসপ্লে থাকবে। ৯ দশমিক ৭ ইঞ্চি মাপের আইপ্যাডে হালনাগাদ বেশ কিছু ফিচার থাকবে। চলতি বছরে অ্যাপল ৫ দশমিক ৮ ইঞ্চি মাপের আইফোন ৮ আনতে পারে বলে গুঞ্জন রটেছে। ওই ফোনকে বলা হচ্ছে আইফোন এক্স।
No comments: