অ্যাপলের বিরুদ্ধে নোকিয়ার আরও মামলা
৩২টি প্রযুক্তি পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে ফিনিশ প্রযুক্তি প্রতিষ্ঠান নোকিয়া।
বৃহস্পতিবার এশিয়া, ইউরোপ, আর যুক্তরাষ্ট্রে নতুন এই মামলাগুলো করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
এর আগে বুধবার অ্যাপল ৩২টি পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ এনে অ্যাপলের বিরুদ্ধে কয়েকটি মামলা করার কথা জানায় এক সময় মোবাইল ফোন বাজারে আধিপত্য বিস্তার করা প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার নোকিয়া জানায়, তারা ১১টি দেশে মার্কিন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মোট ৪০ টি পেটেন্ট মামলা করেছে।
অ্যাপলের সঙ্গে আইনি লড়াই নিয়ে নোকিয়াকে কয়েকজন বিশ্লেষক সতর্ক করেছেন বলেও জানিয়েছে রয়টার্স। আর এর প্রতিফলন দেখা যায় বৃহস্পতিবারই, এ দিন নোকিয়ার প্রতি শেয়ারের মূল্য পাঁচ শতাংশ কমে ৪.৪৯৬ ইউরোতে এসে দাঁড়ায়।
বুধবার মামলা দায়েরের পর এক বিবৃতিতে নোকিয়া বলে, “২০১১ সাল থেকে নোকিয়া টেকনোলজিস-এর পোর্টফোলিও থেকে কিছু পেটেন্ট নিয়ে লাইসেন্স করতে সম্মত হওয়ার পর থেকে, অ্যাপল নোকিয়ার পক্ষ থেকে দেওয়া অন্যান্য পেটেন্টগুলোর লাইসেন্স করার প্রস্তাবগুলো ফিরিয়ে দেয়, পরে এই পেটেন্ট করা উদ্ভাবনগুলো অ্যাপলের অনেক পণ্যে ব্যবহার করা হয়েছে।”
অন্যদিকে, অ্যাপলের মুখপাত্র জশ রোজেনস্টক বলেন, “আমাদের পণ্যে ব্যবহৃত প্রযুক্তি নিয়ে আমরা সবসময় পেটেন্ট-এর অধিকার সুরক্ষিত করতে ন্যায্য মূল্য পরিশোধে ইচ্ছুক। দূর্ভাগ্যবশত, নোকিয়া ন্যায্যভাবে তাদের পেটেন্ট লাইসেন্স করানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এখন তারা অ্যাপলের নিজস্ব উদ্ভাবন যেখানে তাদের কিছুই করা নেই এমন খাতে হওয়া আয়ের হার ধার্য করে অ্যাপলের কাছ থেকে বাড়তি অর্থ হাতিয়ে নিতে পেটেন্ট কৌশল ব্যবহার করছে।”
No comments: