Wednesday, May 14 2025

অ্যাপল ওয়াচে পোকিমন গো


অ্যাপল ওয়াচ সঙ্গে থাকলে এখন পোকিমন গো খেলোয়াড়রা তাদের ফোন ছাড়াই আশপাশের পোকিস্টপ থেকে বিভিন্ন ‘আইটেম’ সংগ্রহ করতে পারবেন, জানিয়েছে মার্কিন সাময়িকী টাইম।



বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইট থেকে গেইম কর্তৃপক্ষ জানায়, এখন গেইমটি অ্যাপল ওয়াচের জন্য পুরো উপযোগী। গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান নিয়ানটিক আর অ্যাপল এর প্রায় তিন মাস আগে এই স্মার্টওয়াচে এই গেইম আনা হবে বলে জানিয়েছিল।

অ্যাপল ওয়াচে পোকিমন গো খেলার সময় গেইমার একটি ‘ওয়ার্কআউট’ হিসেবে পোকিমন খোঁজার সেশনে লগ ইন করতে পারবেন। এর মাধ্যমে পোকিমন গো খেলতে গিয়ে ব্যবহারকারীদের করা পরিশ্রম তাদের প্রতিদনের ফিটনেস ট্র্যাকিংয়েও রাখতে পারবেন বলে গেইমটির ওয়েবসাইটে জানানো হয়েছে।

কোনো পোকিমন কাছে এলে তা নিয়ে নিজেদের ওয়াচে বার্তাও পাবেন গেইমাররা। তবে, এখনই শুধু অ্যাপল ওয়াচ দিয়েই পুরো গেইমটি খেলতে সক্ষম হচ্ছেন না খেলোয়াড়রা। কোনো পোকিমন ধরতে গেলে এখনও ফোনের প্রয়োজন হবে তাদের।

চলতি মাসে বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোতে আনুষ্ঠানিকভাবে ছাড়া হয় বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা এই গেইম। বছরের শুরুতেই বিশ্বের বিভিন্ন স্থানে গেইমটি খেলতে পারা গেইমারদের তুলনায় এই অঞ্চলের গেইমারদের প্রথম অভিজ্ঞতা আরও আকর্ষণীয় হবে বলেই জানিয়েছে সাইটটি। ভারত, বাংলাদেশ আর নেপালের গেইমাররা ‘বাডি পোকিমন’ নামে একটি শনাক্তকারী ব্যবস্থা পাবে, সেই সঙ্গে সম্প্রতি ঘোষণা দেওয়া দ্বিতীয় প্রজন্মের ‘বেবি’ পোকিমন আর ‘ক্রিসমাস পিকাচু’ তো থাকছেই।

No comments:

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.